ঘামাচি থেকে বাঁচবেন কিভাবে?
৬ মে ২০১৯

কাঠফাটা রোদ আর প্রখর তাপে মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়। এ সময়টাতে শরীরে নানা ধরনের সমস্যা জেঁকে বসে। এর মধ্যে অন্যতম একটি হলো ঘামাচি। আর এই ঘামাচির কারণেই লেগে থাকে চুলকানি সমস্যা।ঘামাচি সারানোর জন্য বাজারে বেশকিছু পাউডার প্রচলিত। অবশ্য এগুলোতে রাসায়নিক মিশ্রিত থাকার কারণে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য প্রাকৃতিক উপায়ে ঘামাচি থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে। চলুন দেখে নিই কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন-