দীর্ঘদিন কম্পিউটারে অভ্যস্ত হলেও সিপিইউ খোলা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। ছোটখাট সারাই বা পরিস্কারের জন্য নিজেই খুলতে পারেন কম্পিউটারের ইঞ্জিনটি।ল্যাপটপে কোনো সমস্যা হলে খুব সহজেই তা দোকানে নিয়ে মেরামত করা যায়।
ডেস্কটপের ক্ষেত্রে তা সহজেই করা যায় না। এটির সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) বড় হওয়ায় তা মেকানিকের কাছে নিয়ে যাওয়া ঝক্কির ব্যাপার।তবে প্রাথমিকভাবে সমস্যা বুঝতে ঘরে বসেই খুলে দেখতে পারেন সিপিইউ। এ জন্য কম্পিউটারের চালিকাশক্তির এ বক্সে কি কি থাকে সেগুলোর বিষয়ে প্রাথমিক ধারণা পেতে হবে।
জানতে হবে কীভাবে ধাপে ধাপে সিপিইউ খোলার কাজটি করা যাবে।প্রথমেই সিপিইউ খোলার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে। এরপর খুলতে হবে সিপিইউর কেসিং। হাতের সাহায্যেই নাটগুলো খোলা যাবে। এরপরে হালকা চাপ দিলেই খুলে যাবে কেসিংটি।
পরের ধাপে প্রথমেই খুলে নিতে হবে বেশ কয়েকটি ক্যাবল। সবগুলো খোলা শেষে খুলতে হবে মাদারবোর্ড। এরপরে খুলতে হবে র্যাম। পরের ধাপে একে একে খুলতে হবে প্রসেসরের কুলিং ফ্যান, প্রসেসর, হার্ড ডিস্ক ও ডিভিডি রাইডার।সব শেষে খুলতে হবে পাওয়ার সাপ্লাই।