এবারের এসএসসি (২০১৯) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যে অর্জন করেছে আরাফাতুল ইসলাম পাটোয়ারি রিফাত। সে ফেনীর ছাগলনাইয়া বাথানিয়া দুলুমা আজিম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগের ছাত্র রিফাত পাটোয়ারি এর আগে জেএসসি ও পিইসি পরীক্ষাও জিপিএ-৫ পেয়ে সরকারি-বেসরকারি বৃত্তি লাভ করে। সে বাথানিয়া ইউর আলি পাটোয়ারি বাড়ির একরামুল হক পাটোয়ারির ছোট ছেলে। তার বাবা দাইয়াবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক। মা পেয়ারা আক্তার রিনা গৃহিণী।
রিফাত পাটোয়ারি ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের সাংবাদিক নুরুজ্জামান সুমনের ভাগিনা। তার এ উজ্জ্বল সাফল্যে তার বাবা-মা সহ সকল আত্মীয়স্বজন গর্বিত। এ সাফল্যে তার সম্মানিত শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জীবনে ধারাবাহিক আরও সাফল্যে সবার কাছে দোয়া চেয়েছেন বাবা-মা।