Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই জুন, ২০২৪ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

ঘামাচি থেকে বাঁচবেন কিভাবে?

কাঠফাটা রোদ আর প্রখর তাপে মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়। এ সময়টাতে শরীরে নানা ধরনের সমস্যা জেঁকে বসে। এর মধ্যে অন্যতম একটি হলো ঘামাচি। আর এই ঘামাচির কারণেই লেগে থাকে চুলকানি সমস্যা।ঘামাচি সারানোর জন্য বাজারে বেশকিছু পাউডার প্রচলিত। অবশ্য এগুলোতে রাসায়নিক মিশ্রিত থাকার কারণে লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য প্রাকৃতিক উপায়ে ঘামাচি থেকে মুক্তি লাভের চেষ্টা করতে হবে। চলুন দেখে নিই কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন-

  • একটা শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির ওপর লাগান। দিনে ৩-৪ বার এরকম করলে ভালো ফল পাবেন।
  • চার টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন। এরপর ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
  • এক কাপ ঠাণ্ডা পানিতে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। পরিষ্কার কাপড় ডুবিয়ে ঘামাচির ওপর ১০ মিনিট পর্যন্ত রেখে আলতো হাতে মুছতে থাকুন।
  • ঘামাচির মোক্ষম নিরাময় হলো অ্যালোভেরা। ঘামাচির ওপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
  • নিমপাতা ঘামাচির উপশম হিসেবে খুবই কার্যকরী। নিমপাতার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। ঘামাচি না চুলকে তার ওপর নিম ডাল বোলালেও আরাম পাবেন।
  • দুই টেবিল চামচ চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে ঘামাচির ওপর লাগান। দ্রুত উপশম পাবেন।
  • তিন টেবিল চামচ ওটমিলের সঙ্গে অর্ধেক টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে ঘামাচির ওপর লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
বছর শেষে চাঙ্গা আ.লীগ
রিফাত জিপিএ ৫ পেয়েছে
কোন অ্যাপ আপনার স্মার্টফোন স্লো করছে? যেভাবে বুঝবেন
ট্রুকলার থেকে নিজের নাম কীভাবে ‘ডিলিট’ করবেন?
স্মার্টফোনের পাওয়ার বাটন খারাপ হলে কী করবেন?

আরও খবর